
জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত চিনাবাদাম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল, মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে আওনা ইউনিয়নের স্থল কাওয়ামারা এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুর রশিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহসহ কৃষক ও সুধীজন।
এসময় আওনা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল কুমারপাড়া চরে বাদাম চাষের পরিদর্শন করেন অতিথিরা।
বিবার্তা/মনির/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]