
জামালপুরের মেলান্দহে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৈশাখি দাস (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
২২ এপ্রিল, সোমবার বিকেলে উপজেলার ঝিনাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী এলাকার টিক্কা দাসের মেয়ে।
স্থানীয় সূত্র জানা যায়, বিকেলে শিশু বৈশাখি দাদীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা করে জামালপুরে যাচ্ছিল। পথিমধ্যে মেলান্দহের ঝিনাই ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বৈশাখি মারা যায়।
একই ঘটনায় সিএনজিতে থাকা আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]