
জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ৪ বারের চেয়ারম্যান সামস উদ্দিন ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আলহাজ এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ।
২২ এপ্রিল, সোমবার দুপুরে জামালপুর জেলা নির্বাচন অফিস থেকে তারা প্রার্থিতা প্রত্যাহার করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে ১ম পর্যায়ের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আলহাজ এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ তালেব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রার্থী হন।
পরে সোমবার (২২ এপ্রিল) দুপুরে জেলা নির্বাচন অফিসে গিয়ে সামস উদ্দিন ও এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শায়েনুজ্জামান বলেন, সোমবার 'প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। দুপুরে সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সামস উদ্দিন ও মোহাম্মদ আব্দুল্লাহ নিজে এসে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]