
জামালপুরের সরিষাবাড়ীতে হারানো ৪৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিলেন সরিষাবাড়ী থানা পুলিশ।
২২ এপ্রিল, সোমবার বিকেলে সরিষাবাড়ী থানায় এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ও সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার মুশফিকুর রহমান।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, যেকোনো জায়গায় মোবাইল চুরি বা হারিয়ে গেলে তা উদ্ধারে পুলিশ বদ্ধপরিকর।
পুলিশের আইসিটি বিভাগের অভিজ্ঞ দক্ষ কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইলের অবস্থান নিশ্চিত করে তা উদ্ধার করা হয়৷ কারো মোবাইল ফোন হারানো মাত্রই আপনার নিকটস্থ থানায় জিডি বা অভিযোগ দায়ের করলে পুলিশ মোবাইল ফোন উদ্ধার সহ তথ্য ও প্রযুক্তিরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে পুলিশ মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি।
এসময় চলতি মাসে চুরি ও হারিয়ে যাওয়া ৯টি ও এর আগে উদ্ধার হওয়া ৪০টি ফোনসহ মোট ৪৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে সরিষাবাড়ী থানা পুলিশ।
এসময় পুলিশ সদস্য ও মোবাইল ফোনের প্রকৃত মালিকরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মোস্তাক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]