
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে তিন বিমান যাত্রীর লাগেজ ভর্তি কম্বলে মিলল এক কেজি স্বর্ণ। ওই তিন যাত্রীকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২২ এপ্রিল, সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম বিমান বন্দরে আসেন তারা।
তিন যাত্রী হলেন, মোবারক আলী, মোহাম্মদ নাজমুল হক এবং মোহাম্মদ আনোয়ার শাহ।
এর মধ্যে মোবারক আলীর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়, নাজমুল হকের চট্টগ্রামের সাতকানিয়ায় এবং আনোয়ার শাহের সন্দ্বীপ এলাকায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই তিন যাত্রী।
তিনি বলেন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বয়ে এক যৌথ উদ্যোগে তাদের ব্যাগ তল্লাশি করে একটি কম্বলের মধ্যে লুকানো ১ কেজি স্বর্ণ পাওয়া যায়। ওই তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) আলিফ রহমান বলেন, ৩ জন একই কায়দায় অর্থাৎ কাপড়ে পেস্টিং এবং কম্বলে মুড়িয়ে সোনা আনেন। কাপড় থেকে সোনা গলিয়ে পৃথক করা হচ্ছে। আটক ৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]