
ভোলার লালমোহনে ঘরের চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে সামিয়া (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২০ এপ্রিল, শনিবার দুপুরে শিশুটির শরীরের ওপর সিলিং ফ্যান খসে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ২১ এপ্রিল, রবিবার সকালে ঢামেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সামিয়া লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. হোসেনের মেয়ে। হোসেন পেশায় একজন ইলেকট্রিশিয়ান। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে শিশুটি ঘরে ঘুমাচ্ছিল। এ সময় হঠাৎ করে চলন্ত একটি সিলিং ফ্যান ওপর থেকে খসে শিশুটির শরীরে পড়ে। তাৎক্ষণিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই। তাই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]