
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস আর হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম চৌধুরী ও মো. বাশার তালুকদার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন এবং অনামিকা আক্তার, পিয়ারা আক্তার, মর্জিনা আক্তার ও রেশমা আক্তার।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন এ এইস এম ওয়াসিম, বিজয় হোসেন, মো. দেনিয়ার হোসেন খান পাঠান, মো. ফেরদৌসুর রহমান, শাহ্ মো. আলী আকবর ও সাদ্দাম হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম।
উল্লেখ্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]