
শিল্পকলা একাডেমির সাবেক সহকারী মহাপরিচালক বিশিষ্ট সংগীতজ্ঞ প্রয়াত শাহজাহান কবীর-এর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল, রবিবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় পৌর পাঠাগার অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র সহিদুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কথাসাহিত্যিক কাজী আব্দুর রহিম, কবি ও কথাসাহিত্যিক জিয়ারুল হোসেন, লালন গবেষক সুমন শিকদার, কবি ও সাহিত্যিক মিতুল সাইফ, আন্তর্জাতিক দাবাড়– ইউনূস হাসান, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক ইউনুস আলী মোল্লা, শিক্ষক ইসহাক আলী, শিক্ষক মফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক খায়রুল হোসেন সাথী, সাংবাদিক কাজী মৃদুল, সাংবাদিক কামাল হাওলাদার, নাগরিক সমাজের সভাপতি শরিফুজ্জামান আগা খান, পৌর কাউন্সিলর আব্দুল মাজেদ, শিক্ষক মশিয়ার রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব রায়হান চৌধুরী ও শরাফৎ হোসেন।
বক্তারা শাহজাহান কবীরের বর্ণাঢ্য ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। এ সময় সমাজের সুধীজনেরা উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে প্রয়াত শাহজাহান কবীর-এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য গত ২১ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে রাজধানীর মিরপুরের একটি প্রাইভেট হাসপাতালে ৮২ বছর বয়সে বিশিষ্ট এই সংগীতজ্ঞ শাহজাহান কবীর মৃত্যুবরণ বিশিষ্ট সংগীতজ্ঞ প্রয়াত শাহজাহান কবীর করেন।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]