স্পেশাল অলিম্পিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রশংসিত দেওয়ানগঞ্জের রবিন
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১৪:৩৩
স্পেশাল অলিম্পিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রশংসিত দেওয়ানগঞ্জের রবিন
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্পেশাল অলিম্পিক সাউথ এশিয়ান ফুটবল কাপ ২০২৪ ঢাকা বসুন্ধরা কিং স্টেডিয়ামে বাংলাদেশ স্পেশাল চাইল্ড ফুটবল দল, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ ও হংকং ফুটবল দল অংশগ্রহণ করে। এতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।


দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) শিক্ষার্থী রবিউল ইসলাম রবিন বাংলাদেশ দলের সদস্য হয়ে ওই টুর্নামেন্টসমূহে অংশগ্রহণ করেন।


১৭ এপ্রিল প্রথম রাউন্ডে বাংলাদেশ বনাম ভারতের মধ্যে খেলায় রবিনের ১ গোলসহ বাংলাদেশ ৭ গোল অর্জন করে, ভারত শূন্য।


১৮ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে মালদ্বীপ বনাম বাংলাদেশের খেলাতে রবিনের ২ গোলসহ ৫ গোল, অপর দিকে মালদ্বীপের অর্জন শূন্য।


১৯ এপ্রিল (শুক্রবার) স্পেশাল অলিম্পিক সাউথ এশিয়ান ফুটবল কাপ ২০২৪ চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ দল চ্যাম্পিয়নশিপ অর্জন করে গ্রুপ এ দলকে ১-০ গোলে হারিয়ে।


এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) শিক্ষার্থী রবিউল ইসলাম রবিন বিশেষ নৈপুণ্য প্রদর্শন করে হাজারও দর্শক নন্দিত হন।


দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম এ সাংবাদিককে জানান, রবিউল ইসলাম রবিনকে স্কুলের পক্ষ থেকে জাঁকজমক সংবর্ধনা প্রদানের জন্য প্রস্তুতি চলছে। তিনিসহ স্কুলের পরিচালনা কমিটি, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে রবিউল ইসলাম রবিনকে অভিনন্দন জানানো হয়েছে।


বিবার্তা/ওসমান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com