
সুনামগঞ্জের ধর্মপাশায় বোরো ধান কর্তনে উৎসবের আয়োজন করা হয়েছে।
২০ এপ্রিল, শনিবার সকাল এগারোটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরে প্রিতীশ চন্দ্র বর্মণ নামের এক কৃষকের ধান কর্তনের মাধ্যমে এ উৎসবের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আঃ মোতালেব সরকার, ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ।
কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না জানান, উপজেলার ৯টি হাওরে ৩১ হাজার ৯ শত ৭ হেক্টর জমিতে বোরো ফসলের আবাদ করা হয়েছিল। ইতিমধ্যে ৫০ ভাগ জমির ধান কর্তন করা হয়েছে।
তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি আগামী ১০ দিনে সম্পূর্ণ বোরো ধানের ফসল কর্তন করা সম্ভব হবে।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]