
ফেনীর সোনাগাজীতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কলেজছাত্র শাকিল হক শান্ত (২৫) নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। শাকিলসহ তিন বন্ধু ফেনী থেকে সোনাগাজীর মুহুরি প্রজেক্ট পর্যটন এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়েন।
নিহত শাকিল ফেনী শহরের শহিদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের কচি ভিলার সিরাজুল হকের ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী গ্রামে।
জানা গেছে, শাকিল তার নিজস্ব প্রাইভেটকার চালিয়ে সোনাগাজী যাওয়ার পথে ফেনী–সোনাগাজী সড়কের রাস্তার মাথা নামক স্থানে দুর্ঘটনায় পতিত হন। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শনিবার ভোরে তার হাসপাতালে তার মৃত্যু হয়।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এতে শাকিলসহ তিনজন আহত হয়। আহতদের স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে শাকিলের মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু ডায়েরি হয়েছে।
বিবার্তা/মনির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]