
ঈদ ও পহেলা বৈশাখের ছুটি কাটিয়ে আবার কর্ম চঞ্চলতায় মুখরিত ময়মনসিংহ শিল্প এলাকা।
ঈদ ও পহেলা বৈশাখের ছুটিকালীন সময়ে ময়মনসিংহ শিল্প এলাকায় আইনশৃঙ্খলাসহ নিরাপত্তা নিয়ে কাজ করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোন।
শিল্পাঞ্চল জোনের পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমানের নির্দেশে ইউনিটের অফিসার ফোর্স, গোয়েন্দা টিমসহ সকল মোবাইল ও বিশেষ টিম সমূহ শিল্প এলাকার ফ্যাক্টরিগুলোতে নিরাপত্তার দায়িত্ব ও কর্তব্যরত ব্যক্তিসহ ফ্যাক্টরি কর্তৃপক্ষের সাথে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় সমূহ সমন্বয় ও মনিটরিং করেছে।
ঈদ ছুটিকালীন ময়মনসিংহ শিল্প এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রমে অপরাধজনক কোন ঘটনা ঘটেনি। এছাড়া ঈদের পূর্বে ময়মনসিংহ এলাকার সকল ফ্যাক্টরির বেতন ও ঈদ বোনাস প্রদানে ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিশ্চিত করেছে। ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এ সকল কার্যক্রম জনমনে প্রশংসিত হয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আমরা সব সময় মিল কারখানা ও শ্রমিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় বদ্ধ পরিকর।
বিবার্তা/সাজ্জাদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]