নেত্রকোণায় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ২৩:০০
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার দুর্গাপুরে মাদক ব্যবসায়ীদের কবল থেকে এলাকা রক্ষা ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।


১৯ এপ্রিল, শুক্রবার বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি বাজারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে শুকুনাকুড়ি এলাকার বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ অংশগ্রহণ করে।


ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্যে রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, মাওলানা আবু ইউসুফ, মুফতি বেলাল হোসাইন, লুৎফর, জয়নাল আবেদীন, আব্দুল রাজ্জাক, নজরুল ইসলাম, মো. ইসলাম, হারেজ মিয়া, সুলতান মিয়া, আক্কাছ আলীসহ আরো অনেকে।


মানববন্ধনে বক্তারা বলেন, শুকনাকুড়ি এলাকার মাদক ব্যবসায়ীরা এখন বেপরোয়া হয়ে গেছে। গ্রামের আনাচে কানাচে এখন মাদকে সয়লাব হয়ে গেছে। এলাকার চিহ্নিত মাদককারবারিরা এখন প্রকাশ্যেই ইয়াবা গাঁজাসহ নানা ধরনের মাদক বিক্রি করছে। এতে দিন দিন এলাকার যুব সমাজ আসক্ত হয়ে পড়ছে। মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এলাকা তাই বাধ্য হয়ে আমরা এলাকাবাসী আজ মানববন্ধন করছি।


বক্তারা আরো বলেন, এলাকার মাদক ব্যবসায়ীরা হলেন শুকনাকুরি এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মো. রতন মিয়া, মৃত তোতা মিয়ার দুই ছেলে সাগর মিয়া, সোহাগ মিয়া ও তার স্ত্রী মিনা আক্তার, মৃত লাল মিয়ার ছেলে সোহেল মিয়া, মৃত মিরাজ আলীর ছেলে রাব্বি মিয়া ও কাছম আলীর ছেলে সালাম মিয়া, মৃত তোতা মিয়ার স্ত্রী নূর জাহান। আশা করছি আমাদের এমপি মহোদয়সহ প্রশাসন আমাদের দাবির প্রতি দৃষ্টি দিয়ে মাদককারবারিদের আইনের আওতায় আনবেন।


মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শুকুনাকুড়ি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


বিবার্তা/পলাশ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com