
জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্র উজ্জ্বল হত্যার মূল পরিকল্পনাকারী ইউপি সদস্য আব্দুল মালেকসহ সকল আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল, শুক্রবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া ব্রিজপাড় এলাকায় এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৭ মার্চ সন্ধ্যায় মোবাইলে ডেকে নেয় আসামীরা৷ রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে থাকে। নিখোঁজের ৫ দিন পর দুপুরে বাড়ির পাশে প্রতিবেশী আপেল মিয়ার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংক থেকে উজ্জ্বলের মরদেহ দেখতে পায়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা উশর আলী। এ ঘটনায় মামলা হলেও হত্যার সঙ্গে জড়িত কয়েকজন আসামিকে আটক করলেও মূল পরিকল্পনাকারী ইউপি সদস্য আব্দুল মালেক ও বাকী আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। মূল পরিকল্পনাকারী ও বাকী সকল আসামিদের গ্রেফতার করে তাদের ফাঁসির দাবি জানিয়ে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
নিহতের বাবা উশর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যার সাথে সরাসরি জড়িত অনেক আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত উজ্জ্বলের বাবা উশর আলী, বোন কল্পনা আক্তার, এলাকাবাসীর পক্ষে রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার, সোহেল রানা, আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।
এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে উজ্জ্বল হত্যার প্রধান আসামি পরানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বাকি আসামিদের আটকের অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।
বিবার্তা/মোস্তাক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]