কক্সবাজারের কলাতলীতে তারকা মানের হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে ডুবে সাফানা খান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৬ এপ্রিল, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সাফানা খান ঢাকা ওয়ারি এলাকার মনিরুজ্জামানের মেয়ে।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অধিনায়ক আপেল মাহমুদ।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে ঢাকা ওয়ারি এলাকা থেকে মনিরুজ্জামান নামে এক পর্যটক কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলের ৫০৪নং কক্ষে উঠেন। বিকেল ৫টার দিকে হোটেলের সুইমিং পুলে গোসল করতে যান। এ সময় মেয়েকে নিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছিলেন মনিরুজ্জামান। একসময় বাবার হাত থেকে ছুটে গিয়ে পানিতে ডুবে মারা যায় শিশুটি।
হোটেল ওশান প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর বলেন, সুইমিংপুলে নামার আগে শিশুদের খেয়াল রাখার জন্য হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়। এ সংক্রান্ত সাইনবোর্ডও রয়েছে। আজ দুপুরে মনিরুজ্জামান আমাদের হোটেলের একটি কক্ষে ওঠেন। বিকেলের দিকে তিনি সুইমিংপুলে গোসল করতে নামেন। এ সময় তার কন্যাকে পুলের পাশে বসিয়ে রাখেন। তখন অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে যায়। পরে তাকে হোটেলের স্টাফরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]