
পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের (৩০১) এমপি রেজিয়া ইসলাম।
১৬ এপ্রিল, মঙ্গলবার বিকেলে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজনুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এর আগে সংসদ সদস্যকে সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের দফতর প্রধানগণ।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরেন মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. মো. হুমায়ূন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. সোয়েল রানা, ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, মো. দেলোয়ার হোসেন, মো. মোজাক্কারুল আলম চৌধুরী কচি ও মোহাম্মদ শাহ্, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. কামরুজ্জামান গোলাপ, আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ রায়হান চৌধুরী রকি প্রমুখ।
মতবিনিময় শেষে সংসদ সদস্য সম্প্রতি উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।
বিবার্তা/গোফরান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]