
লালমনিরহাটে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বরেন্দ্র’র গভীর নলকূপের গ্যাস পাইপ ভেঙ্গে মাথায় পড়ে আল আমিন নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
১৬ এপ্রিল, মঙ্গলবার দুপুরে উপজেলার তালুক হরিদাস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
আদিতমারী থানার এসআই মতিউর রহমান জানান, দুপুরে আল-আমিন বাবার ধান ক্ষেতে কাজ করতে যায়। এ সময় বরেন্দ্র বহুমুখী প্রকল্পের একটি গভীর নলকূপের পাশ দিয়ে যাওয়ার সময় নলকূপের গ্যাস পাইপের ধরে জমির আল পাড় হওয়ার চেষ্টা করে। এতে পাইপটি ভেঙে তার মাথার ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আল-আমিন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]