
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘিতে পুণ্যস্নানে নেমে রণজিৎ মন্ডল (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
১৬ এপ্রিল, মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
রণজিৎ মন্ডল বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের ঘোষ বাড়ির সাগর মণ্ডলের ছেলে।
জানা গেছে, রণজিৎ মন্ডল পরিবারসহ দুপুরে দুর্গাসাগর দিঘিতে পুণ্যস্নানে নামেন। কিছুক্ষণ পরে তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন দ্রুত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইলে দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিঘিতে নেমে রণজিৎ মন্ডলকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, একজন দুর্গাসাগর দিঘিতে ডুবে মারা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]