
পিরোজপুরের ইন্দুরকানীতে অটোরিকশা ধাক্কায় আরিফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৬ এপ্রিল, মঙ্গলবার দুপুরে উপজেলা পাড়েরহাট ইউনিয়নে টগড়া গ্রামে অবদা বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, অবদা বাজারে আলী আহমেদের মেয়ে আরিফা (৪) দুপুরে বাড়ির সামনের রাস্তার পশ্চিম পাশ থেকে দৌড়ে রাস্তার পূর্বপাশে যাওয়ার জন্য টগড়া খেয়াঘাট থেকে ছেড়ে আসা অটোরিকশা আসলে তখন অটোরিকশা ধাক্কায় আরিফা গাড়ির নিচে পড়ে যায়। গাড়িতে থাকা যাত্রী দুই শিশু এবং অটোরিক্সা ড্রাইভারসহ ৫জন গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন আরিফাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাড়িতে থাকা যাত্রী নাসির উদ্দিন জানায়, আমরা যখন আমাদের বাড়ির সামনে আসলে তখন আরিফা রাস্তার একপাশ থেকে দৌড় দিয়ে আসলে তখন অটোরিকশার ড্রাইভার আরিফাকে বাঁচাতে গিয়ে আমি এবং আমার স্ত্রী ও দুই শিশু গুরুতর আহত হয়।
বিবার্তা/শামীম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]