
৬ষ্ঠ পর্যায় উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ৮ মে নির্বাচনের ইন্দুরকানী উপজেলায় ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের আজ ছিল শেষদিন।
এতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন ৪জন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ ইমরান।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন ৪জন। তারা হলেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হক দুলাল, বর্তমান ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, টগরা বালিকা মাদ্রাসা সুপার গিয়াস উদ্দিন সেলিম, মৎসলীগ নেতা মো. কামাল হোসেন। সংরক্ষিত মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান পদে দাখিল করেন ২জন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, মহিলা আওয়ামী লীগ নেত্রী দিলারা পারভীন।
বিবার্তা/শামীম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]