
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হয়েছে।
১৫ এপ্রিল, সোমবার সকালে বিষয়টি নিশ্চিত বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোয়িয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে পাঁচদিন এবং পহেলা বৈশাখ উপলক্ষ্যে একদিন টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকালে ভারত থেকে পণ্য আমদানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য রফতানি হবে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পানামা পোর্ট লিংক লিমিটেড সব সময় বন্দরের ব্যবসায়ীদের সহযোগীতা করে থাকেন। আমরা বিশেষ করে পচনশীল পণ্যগুলো দ্রুত খালাস করতে আমদানিকারকদের সহযোগিতা করি। আজ সোমবার ঈদুল ফিতর ও নববর্ষের ছুটি শেষে বন্দরের কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন ভারত বাংলাদেশের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বিবার্তা/রব্বানী/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]