
পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড়পোল নামক স্থানে একটি মুদি দোকানের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। নিহত কর্মচারী সাব্বির শেখ (১৭) পিরোজপুর পৌর এলাকার দক্ষিণ নামাজপুর গ্রামের সুলেমান শেখের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সাব্বির এক বছর ধরে সজীবের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। ঈদের আগের দিন সে বাড়িতে চলে যায়। শনিবার (১৩ এপ্রিল) নিহত সাব্বিরের বোন দোকান মালিক সজিবকে এই বলে খবর দেয় যে, তার ভাই সাব্বির পালিয়ে যাচ্ছে। দোকান মালিক সজীব ও তার শশুর সে সংবাদ শুনে শনিবার সাব্বিরকে বাড়ি থেকে নিয়ে আসে।
স্থানীয় একাধীক সূত্রে জানা গেছে, রবিবার (১৪ এপ্রিল) সকাল থেকে সাব্বিরের মাথা ব্যাথা শুরু হয়েছে এবং দুপুর নাগাদ ব্যাথা বাড়ছে এমন কথা বলে দোকান মালিক সজিব তাকে ওই দিন দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে দোকান মালিক সজিব হাসপাতাল থেকে লাশ নিতে গেলে পুলিশ খবর পেয়ে তাতে বাঁধা দেয়। পরে লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায় পুলিশ।
নিহত সাব্বিরের স্বজনদের অভিযোগ, দোকান মালিক সজিব তাকে বাড়ি থেকে জোড় করে ধরে এনে মারধোর করেন। আর ওই মারধরে তার মৃত্যু হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানায়, প্রাথমিক ভাবে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিবার্তা/তাওহিদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]