
ঠাকুরগাঁওয়ে কুলিক নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
১৪ এপ্রিল, রবিবার দুপুরে রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামের এ ঘটনা ঘটে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলো, ওই গ্রামের ইব্রাহীম আলমের মেয়ে ইয়াসমিন (১০) ও দিনাজপুর সদর উপজেলার স্টেশনপাড়া গ্রামের ইউসুফ আলীর মেয়ে তসলিমা (৮)। একসঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদে মা-বাবার সঙ্গে খঞ্জনা গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে আট বছর বয়সী তসলিমা। আজ দুপুরে একই গ্রামের ইব্রাহীমের মেয়ে ইয়াসমিনের সঙ্গে বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে যায় তারা। এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে পরিবারের লোকজন নদীর পানিতে দুজনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রান বলেন, নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিবার্তা/মিলন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]