
পিরোজপুরের ইন্দুরকানীতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদ্যাপন করা হয়েছে ।
১৪ এপ্রিল, রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়।
এছাড়া রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বৈশাখ উদ্যাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যন রুহল আমিন বাগা, বীরমুক্তিযোদ্ধা বাবু স্বপন কুমার ডাকুয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মৃধা মনিরুজ্জামান, জেপির নেতা কাওছার আহমেদ দুলাল, যুবলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মাতুব্বর, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধন শিক্ষক মোঃ হেলাল উদ্দিন গাজী, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ ছাত্রছাত্রীবৃন্দ।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
বিবার্তা/শামীম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]