
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঈদের রাতে মাহিন মিয়া (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
১১ এপ্রিল, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পৌরশহরের নিজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিন মিয়ার সঙ্গে একই গ্রামের মোজাহিদ মিয়ার পূর্ব বিরোধ চলছিল। এর জের ধরে কথা কাটাকাটি থেকে মাহিন মিয়াকে মারপিট করে গুরুতর আহত করেন মোজাহিদের লোকজন। পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]