
গোপালগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ অন্যান্য রোগীদের মাঝে প্রায় ১ কোটি টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
৯ এপ্রিল, মঙ্গলবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এসব আর্থিক অনুদানের চেক উপকারভোগীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: হারুন আর রশিদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় গোপালগঞ্জ সদরের ৫২ জন, টুঙ্গিপাড়া উপজেলার ১১ জন, কোটালিপাড়া উপজেলার ২০ জন, কাশিয়ানি উপজেলার ৪৭ জন ও মুকসুদপুর উপজেলার ৩৪ জন ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে এ সকল চেক বিতরণ করা হয়।
বিবার্তা/সঞ্জয়/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]