
ফেনীর দাগনভূঞা বাজারে বিভিন্ন পরিবহন থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়কালে নগদ টাকাসহ ৭ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব।
৯ এপ্রিল, মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফেনী র্যাব-৭ এর অধিনায়ক মো. সাদিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন, আবদুল আল রাজু, মোহাম্মদ ইউসুফ, মো. রমজান আলী, মো. মাইন উদ্দিন, মো. জাকির হোসেন ও মোহাম্মদ আলা উদ্দিন।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরিবহনের চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে ও বিভিন্নভাবে জিম্মি করে চাঁদাবাজি করে আসছে। সোমবার দিনে ও রাতে বিভিন্ন সময় দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে চাঁদাবাজির ৩৩ হাজার ২২৫ টাকা ও চাঁদা আদায়ের বিপুল পরিমাণ ভুয়া রশিদ বই উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে দাগনভূঞা থানার হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানায়।
বিবার্তা/মনির/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]