
কুড়িগ্রামের চিলমারীতে অর্থ আত্মসাৎতের মামলায় মোস্তাফিজুর রহমান নামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে রমনা মডেল ইউনিয়নের তেলিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোস্তাফিজুর রহমান দারিদ্রমুক্ত বহুমুখী সমবায় সমিতির সুবিধাভোগীদের অর্থ আত্মসাতের মামলায় আটক হন। তিনি দারিদ্রমুক্ত বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও রমনা মডেল ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ডের সভাপতি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।
জানা গেছে, দারিদ্রমুক্ত বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে সমিতির সুবিধাভুগীরা আদালতে মামলা করেন। আদালতের মামলায় মোস্তাফিজুর রহমানের নামে ওয়ারেন্ট হয়। (সি আর ২৯/২৪ (চিল))
ওসি মোজাম্মেল হক জানান, কোর্ট থেকে ওয়ারেন্ট হয়েছে। ফলে গতরাতে অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়েছে। সকালে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/রাফি/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]