
ভোলার ইলিশা ফেরীঘাটে জুগান ছিটকে গাড়ীর পিছনে চাপা পড়ে মো. জাফর (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।
৮ এপ্রিল, সোমবার সকাল ৯ টার দিকে ভোলা সদর ইলিশা ফেরীঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাফর কক্সবাজার জেলার চকোরিয়া থানার আবুল হাসেমের ছেলে। সে পেশায় একজন গাড়ি চালক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় নিহত ব্যক্তির সাথে তার ছেলে ছিলো, ছেলের চোখের সামনেই বাবার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির সাথে থাকা হেলপার বলেন, ফেরী থেকে গাড়ি নামার সময়ে গাড়ির জুগান ছিটকে দশ থেকে পনরো হাত দূরে গিয়ে গাড়ির পিছন দিয়ে যাওয়া অন্য গাড়ির চালক মো. জাফর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া অবস্থায় তার মৃত্যু হয়।
পূর্ব ইলিশার নৌ থানার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, দুর্ঘটনাটি নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শাহীন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]