
জামালপুরের মাদারগঞ্জে জীবন নাহার (২৬) নামের এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক মাদকসেবীর বিরুদ্ধে।
৭ এপ্রিল, রবিবার ভোরে উপজেলার জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধু জীবন নাহার ওই এলাকার রাজমিস্ত্রি শফিকুল ইসলামের স্ত্রী।
প্রতিবেশী মাদকসেবী ও বখাটে ফজলু মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কি কারণে সে তাকে হত্যা করেছে সেটা জানা যায়নি। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফজলু মিয়া পলাতক রয়েছে।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে গৃহবধু জীবন নাহার বাড়ির পাশের শৌচাগারে যায়। শৌচাগার থেকে ফেরার পথে অভিযুক্ত প্রতিবেশী ফজলু মিয়া জীবন নাহারের গলার নিচেসহ শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে জীবন নাহার চিৎকার শুরু করলে তার স্বামী শফিকুল ইসলাম তাকে উদ্ধার করে। এরপর এ গৃহবধুকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
জীবন নাহারের স্বামী শফিকুল ইসলাম বলেন, প্রতিবেশী মাদকসেবী ফজলু আমার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমার দু’টি জমজ মেয়ে আছে। এখন এদের নিয়ে আমি কীভাবে থাকবো। আমার স্ত্রী হত্যার বিচার চাই।
মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে ধরলেই জানা যাবে যে কেন গৃহবধু জীবন নাহার নিহত হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]