
পিরোজপুরের কাউখালীতে হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৭ এপ্রিল, রবিবার সকাল ১০টার এ ঘূর্ণিঝড়ে উপজেলার শিয়ালকাঠী, চিরাপাড়া পার সাতুরিয়া ও কাউখালী সদর ইউনিয়নের একাংশের বিভিন্ন গ্রামে কয়েক হাজার গাছ উপড়ে পড়েছে। সেই সাথে বিধ্বস্ত হয়েছে অর্ধশত কাঁচা ও আধা কাঁচা বাড়িঘর। ঝড়ে গাছ পড়ে ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় এবং তার ছিড়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।
গাছ-গাছালি উপড়ে পড়ায় কয়েক ঘণ্টা পিরোজপুর-বরিশাল আঞ্চলিকও অভ্যন্তরীণ অনেক রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।
বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৩ ঘণ্টার মধ্যে বিভিন্ন স্থানে সড়কে ভেঙ্গে পড়া গাছ অপসারণ করে চলাচল স্বাভাবিক করেছে।
বিবার্তা/রবিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]