
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে জয় শর্মা (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
৭ এপ্রিল, রবিবার দুপুরে কক্সবাজার শহরের কবিতা চত্বর পয়েন্ট সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জয় শর্মা শহরের ঘোনার পাড়া এলাকার বিমল শর্মার ছেলে। সে কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র।
নিহত ছাত্রের পরিবারের উদ্ধৃতি দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, শনিবার সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নান ছিল। এ উপলক্ষ্যে দুপুরে বন্ধুদের সঙ্গে জয় শর্মা সমুদ্রে স্নানে নামে। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে সে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্বজনদের কাছে নিহত শিক্ষার্থীর মৃতদেহ হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]