
খাগড়াছড়িতে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স একদিন হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
৭ এপ্রিল, রবিবার সকালে শহরে শাপলা চত্বর পৌরসভার ব্রিজ সংলগ্ন গণশৌচাগারের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ওসি মো. তানভীর হাসান জানান, স্থানীয়রা আজ সকালে গণশৌচাগারের ভেতরে এক নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের হবে বলেও জানান তিনি।
উল্লেখ, এর আগেও গতমাসে খাগড়াছড়ি মধুপুর বাজার হাসপাতাল সড়কের পাশের ব্রীজের নিচে আরো এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিবার্ত/আল-মামুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]