
গরু চুরিতে বাঁধা দেওয়ায় বান্দরবান জেলার লামা উপজেলা থেকে হামাজন ত্রিপুরা (৩০) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুবককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
৫ এপ্রিল, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্যধন ত্রিপুরা পাড়া থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অপহৃত হামাজন ত্রিপুরা দুর্যধন ত্রিপুরা পাড়ার বাসিন্দা তিথিরাম ত্রিপুরার ছেলে।
অপহরণের ১৫ ঘণ্টা পার হয়ে গেলেও শনিবার (৬ এপ্রিল) বিকাল ৫টা পর্যন্ত অপহৃতকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সূত্র জানায়, শুক্রবার রাত ২টার দিকে ৫-৬ জনের এক দল দুর্বৃত্ত দুর্যধন ত্রিপুরা পাড়ায় হানা দেয়। এ সময় দুর্বৃত্তরা হামাজন ত্রিপুরার গোয়াল ঘর থেকে দুটি গরু নিয়ে যাচ্ছিল। গরু নিয়ে যাওয়ার ঘটনা জানতে পেরে হামাজন ত্রিপুরা ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে গরু ছেড়ে দিয়ে হামাজন ত্রিপুরাকে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.শামীম শেখ বলেন, গরু চুরিতে বাঁধা দেওয়ায় দুর্বৃত্তরা রাতে হামাজন ত্রিপুরাকে নিয়ে গেছে। অপহরণের খবর পাওয়ার সাথে সাথে অপহৃতকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।
বিবার্তা/আরমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]