
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে৷
৬ এপ্রিল, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের বাড়িউড়া থেকে তাদেরকে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০) ও ভৈরব উপজেলার রামশংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাদশা মিয়া (২৬)।
পুলিশ জানান, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলামের দিক নির্দেশনায় ও পুলিশ উপ পরিদর্শক মো. ফারুক হোসেন, সহকারী উপ পরিদর্শক রুবেল আকন্দ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকালে এসব মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেন।
এ ব্যাপার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]