
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ট্রলি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চালক সুমন (৪৫) নিহত হয়েছে।
৫ এপ্রিল, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বদরপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম।
সুমনের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, ট্রলিটি নিয়ে চালক সুমন মেহেন্দিগঞ্জের সিন্নিরচর এলাকা থেকে পাতারহাট বন্দরের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে বদরপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখন সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]