
ইন্দুরকানী উপজেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি গাজী আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম শামীম রেজার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল এবং রিপোর্টার্স ক্লাবের সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, পিআইও মো. শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আ. লতিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, এম আহসানুল ছগীর, ইন্দুরকানী থানার এস আই আ. জলিল, প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য আল আমিন হোসেন, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান, সহ সভাপতি আলতাফ হোসেন, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাছরুল্লাহ আল কাফি, কোষাধ্যক্ষ মো. আরিফুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক এইচ এম বাশার, প্রচার সম্পাদক হাসিব সরদার, সাবেক ছাত্রলীগ নেতা তসলিমুজ্জামান শিল্পী, সদস্য মো. জাকির হোসেন, জেপি নেতা ও সাবেক সেনাসদস্য মো. এনামুল হক, সাবেক বিজিবি সদস্য মো. ইউসুফ আলী প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আলতাফ হোসেন।
বিবার্তা/শামীম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]