
ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় মহিউদ্দিন (২০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
৪ এপ্রিল, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন উপজেলার মনোহরপুর এলাকার কবির হোসেন ইকবালের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী ইতি পরিবহণ বাসের সাথে মোটরসাইকেলটি একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় চাপা পড়ে এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেছে । এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]