
ভোলায় মরিচ ও হলুদের গুঁড়ার সঙ্গে ক্ষতিকর রং মেশানোর অপরাধে দুই কারখানা মালিককে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৪ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে ভোলা শহরের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
অভিযানে ভোলা শহরের খালপাড় এলাকার মেসার্স আবির মোল্লা মসলা মিলের মালিককে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও একই এলাকার মেসার্স মহিব এন্টারপ্রাইজের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, আজ বৃহস্পতিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা শহরের খালপাড় এলাকার ওই মিল দুটিতে অভিযান পরিচালনা করি। এ সময় মরিচ ও হলুদের গুঁড়ায় ক্ষতিকর রং মেশানোর অপরাধে তাদের ভোক্তা অধিকার আইনে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বিবার্তা/শাহীন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]