ঝিনাইগাতীতে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ২১:৩০
ঝিনাইগাতীতে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।


৩ এপ্রিল, বুধবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে ফুটপাতের উপরে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় স্থানীয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ) ২০০৯ এর ৯৮ ধারার উপধারায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে (দোকান) পৃথক মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।


অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, জনভোগান্তি লাঘবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com