
ভোলায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে মো. কালু (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
৩ এপ্রিল, বুধবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার সংলগ্ন পাটোয়ারী বাড়ির একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত কালু ভোলার তজুমউদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। গত ৩১ মার্চ বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ মৃত ব্যক্তির পরিবারের বরাতে দিয়ে বলেন, মৃত কালু গত ৩১ মার্চ বিকেল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের ৩ দিন পর আজ ৩ এপ্রিল দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার সংলগ্ন পাটোয়ারী বাড়ির একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃত কালুর শরীরের একটি চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানার একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/শাহীন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]