
সুনামগঞ্জের ধর্মপাশায় বাবুল মিয়া নামের এক কৃষকের ১০০ শতাংশ জমিতে চাষ করা শসা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
২ এপ্রিল, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হলদির হাওরের বালুচরে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বরইহাটি গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
বাবুল মিয়া দীর্ঘদিন ধরে নিজের জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়ে বিভিন্ন সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। এবার নিজের ৩ একর জমিতে ভুট্টা, ২ একর জমিতে লাউ, ৩ একর জমিতে বেগুন ও ১ একর জমিতে শসা চাষাবাদ করছিলেন।
ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল মিয়া বলেন, আজ ভোরে শসা ক্ষেতে গিয়ে দেখতে পান তার রোপণ করা গাছ গুলো কে বা কারা রাতের আঁধারে কেটে দিয়েছে।
তিনি আরো জানান, ১০০ শতাংশ জমিতে চারা রোপণ থেকে শুরু করে এ পর্যন্ত তার খরচ হয়েছে তিন লক্ষাধিক টাকা। এখন শসা বিক্রি করার সময় চলছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রহিস মিয়া, মহিলা ইউপি সদস্য পারভীন আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে তারা এরকম ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]