
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় শিপুল সরকার (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
৩ এপ্রিল, বুধবার সকাল ৯টার দিকে উপজেলার গালাগাও ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত শিপুল ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে গালাগাও ইউনিয়নের চরপাড়া গ্রামের সরকার পাড়ার শিপুল সরকার ও প্রতিবেশী সাতাব উদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাতাব উদ্দিনের পক্ষে তিনজন ও অপরদিকে শিপুল সরকার নিজেই আহত হন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান শিপুল।
ওসি আরও জানান, এ ঘটনায় ওই এলাকা থেকে সাতাব সরকার ও ওয়াসিম নামে দুইজনকে এবং ঝিনুক নামে একজনকে ময়মনসিংহ থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]