
‘‘সচেতনতা-স্বীকৃত-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
দিবসটি উপলক্ষ্যে ২ এপ্রিল, মঙ্গলবার প্রতিবন্ধী স্কুলের প্রতিবন্ধী শিশুদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু সাঈদ।
অন্যান্যদের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম সানাউল্লাহ নুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সাফাত বিন শাহ, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, নারী নেত্রী কেএ দিলখুশা প্রধান বিপ্লবী, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহিদ বক্তব্য দেন।
সভার শুরুতে শহর সমাজসেবা কর্মকর্তা মো. ওয়ালিউল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। র্যালি ও আলোচনা সভায় প্রতিবন্ধী স্কুলের প্রতিবন্ধী শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
বিবার্তা/বিপ্লব/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]