
গলায় মাফলার পেঁচিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় ফেরদৌস হোসেন (৩৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
মৃত ফেরদৌস খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডাক্তার পাড়ার বাছেদ আলীর ছেলে।
১ এপ্রিল, সোমবার সকালে সাড়ে ১১টার দিকে নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ৫নং ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, মৃত ফেরদৌস হোসেন ১৪ বছর বয়স থেকেই মানসিক সমস্যার রোগী ছিলেন। দীর্ঘ দিন ধরে চিকিৎসা করার পরেও শারীরিক অবস্থার পরিবর্তন ঘটেনি। এই সমস্যার কারণে প্রায় সময়ই সে আত্মহত্যার চেষ্টা করলেও পরিবারের লোকজন নজরে রাখার চেষ্টা করেছে। কিন্তু এদিন আর সেটি সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিবার্তা/জামান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]