পঞ্চগড়ে রমাজান উপলক্ষ্যে ফ্রি সবজি বিতরণ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১৭:০০
পঞ্চগড়ে রমাজান উপলক্ষ্যে ফ্রি সবজি বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রমাজান উপলক্ষ্যে পঞ্চগড় পৌর সভার বিভিন্ন মহল্লায় ফ্রি সবজি বিতরণ করছেন সিরাজ হোসেন পাক্কু নামে এক ব্যবসায়ী।


রমাজনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। সেই দিক বিবেচনা করে গত ১০-১২ দিন যাবৎ পৌর সভার বিভিন্ন মহল্লায় ভ্যান যোগে লাউ, সিম, বেগুন, ডাটা, পুঁইশাকসহ এক একদিন এক এক প্রকারের সবজি বিনামূল্যে সাধারণ মানুষে মাঝে বিলিয়ে যাচ্ছেন তিনি।


তারই ধারাবাহিকতায় ১ এপ্রিল, সোমবার দুপুরের পর শহরের রাজনগর এলাকায় পুঁইশাক ও ডাটা বিতরণ করেন তিনি। এ সময় এসব সবজি নিতে অনেকে ভিড় করেন তার ভ্যান গাড়ির কাছে।


সিরাজ হোসেন পাক্কু পোশায় একজন কাঠ ব্যবসায়ী এবং পঞ্চগড় বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য। পৌর সভার ৬ নং ওয়ার্ডের রাজনগর মহল্লায় বাসিন্দা।


সিরাজ হোসেন বলেন, আমার জনপ্রতিনিধি হওয়ার কোন শখ নেই। আমার সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষের মাঝে এসব সবজি বিতরণ করে যাচ্ছি। এ বিতরণ শেষ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে। আমি চাই অন্যান্যরাও তাদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষের পাশে যদি এগিয়ে আসে তাহলে বাজার সিন্ডিকেটের হাত থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে বলে জানান তিনি।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com