
ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে দুই বন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন- রহিম বিশ্বাস (৪৮) ও হাসমত আলী (৬১ )
১ এপ্রিল, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রহিম বিশ্বাস ও বেলা সাড়ে ১২টার দিকে হাসমত আলীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসমতের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দড়িকানিনগর গ্রামে। তার বাবার নাম কিরাম উদ্দিন। ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তার।
আপর জন, রহিম বিশ্বাসের বাবার নাম সৈয়দ আলী বিশ্বাস। সে হাজতি হিসেবে বন্দি ছিলেন, তবে তার মামলার বিবরণ জানা যায়নি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানান, অসুস্থ হওয়ায় গত বছরের ৮ অক্টোবর হাসমতকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সকালে কারাগারে অসুস্থ হওয়ার পর ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন, ঢাকার কেরানিগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা রহিম বিশ্বাস ও হাসমত আলীকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হবে পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/বুলবুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]