সাভারে ৩ ভুয়া সাংবাদিক গ্রেফতার
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১৪:৩৪
সাভারে ৩ ভুয়া সাংবাদিক গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় সাংবাদিক পরিচয়দানকারীর প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন, দুইটি প্রেস আইডি কার্ডসহ নগদ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।


১ এপ্রিল, সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪।


এর আগে, রবিবার (৩১ মার্চ) রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার রজনী কান্ত সানান (৩৯), মানিকগঞ্জ জেলার তোফাজ্জল হোসেন খান (২৯) ও চাঁদপুর জেলার সোহেল রানা (৩৭)।


র‌্যাব জানায়, একটি প্রতারকচক্র ধামরাই, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিল।


জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষকে টার্গেট করে ভিন্ন কৌশলে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে সর্বস্ব হাতিয়ে নেওয়ার সময় রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার সময় চক্রের মূলহোতাসহ তিন জনকে গ্রেফতার করা হয়।


র‌্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সাংবাদিক পরিচয় দিয়ে তারা বিভিন্ন অপকর্ম করে আসছিল।


আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আশুলিয়ার বাইপাইল এলাকায় প্রতারণা করে বাসের টিকিট বিক্রি করার সময় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব ৪।


এর তিন দিন আগে বাইপাইল থেকে তিন ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে র‌্যাব।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com