
পিরোজপুরের নাজিরপুরে ৬ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত শফিকুল হাওলাদার (২৬) নামের এক যুবককে গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশ।এ বিষয়ে শিশুর পিতা বাদী হয়ে একটি মামলা করেন।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয় ভবনের ছাদে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শফিকুল সেখমাটিয়া ইউনিয়নের আমতলা গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে। তিনি আমতলা আবাসন প্রকল্পের বাসিন্দা।
জানাগেছে, ওই দিন বিকাল ৪ টায়, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী তার সহপাঠীদের সাথে বিদ্যালয় মাঠে খেলা করছিল। এসময় অভিযুক্ত শফিকুল মোবাইল নিয়ে বিদ্যালয়ের ছাদে বসে গেমস খেলছিল, তা শিশুটির নজরে পড়লে শিশুটি ছাদে যায় এবং তার কাছে কার্টুন দেখার জন্য মোবাইল নেয়। কার্টুন দেখাকালীন অভিযুক্ত শফিকুল তাকে ধর্ষণ চেষ্টা করে। স্থানীয় লোকজন শিশুর চিৎকারে বিষয়টি দেখে শফিকুলকে মারধর করে নাজিরপুর থানা পুলিশকে খবর দেয়।
এবিষয়ে নাজিরপুর থানা পুলিশের এস আই শাহীন উক্ত মামলার তদন্তকারী অফিসার জানান, এবিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে, আসামীকে গ্রেফতার হয়েছে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
বিবার্তা/মশিউর/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]