
র্যাব-৭ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে তিন মাদক বিক্রেতাকে।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের পটিয়ার নেজাম উদ্দিন (২৭), নুরুল আলম (৩৩) ও মিরসরাইয়ের সৈদালী গ্রামের হাসিনা আক্তার(৪০)।
র্যাব ওই তিনজনের কাছ থেকে ৫৪১ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এর পাশাপাশি একটি প্রাইভেটকার জব্দ করেছে।
র্যাব-৭ ফেনী র্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বলেন, অভিযান দুইটি ফেনীর মহিপালের মহাসড়ক ও চট্টগ্রামের মিরসরাইয়ে পরিচালিত হয়। ধৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানার মাধ্যমে ফেনী আদালতে পাঠানো হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/মনির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]